Friday 23 November 2018

অপরিচিতা

হে অপরিচিতা, গ্রহণ করো আমার এই অর্পণা আজিকের এই প্রভাতের প্রথম কিরণ মেঘময় আকাশ- দখিনা হাওয়ার শীতল পরশ দাবমান মেঘরথে হে অপরিচিতা শুধু তোমার পরে।
মনটা এই মূহুর্তে ভীষন ভালো। রিপিটে দিয়ে দিয়ে শুনছি, হারমোনিকাতে "মায়াবন-বিহারিণী হরিণী"
সেই তাল লয় সুরের মায়াজালে দুলতে দুলতে মনে হচ্ছে, আমিও বুঝিবা দূর হতে কাওকে সাধছি, গোপন বিরহডোরে বাঁধার জন্য - 
♫♫ দূর হতে আমি তারে সাধিব,
গোপনে বিরহডোরে বাঁধিব,
বাঁধনবিহীন সেই যে বাঁধনঅকারণ ♫♫
আজ সারাক্ষন রবীন্দ্রনাথ শুনেছি। ঠিক কি কারণে মনটা এত ভালো বুঝে উঠতে পারছিনা। নিশ্চই কোন কারণ থেকে থাকবে। যাক্‌গে, তার চাইতে বরঞ্চ এই দুলতে থাকি - 
♫♫ আমি শুধু বাঁশরীর সুরেতে
পরশ করিব ওর প্রাণমন, অকারণ। ♫♫
নিজের পুরোনো লেখাগুলো আজ পড়ছিলাম। অদ্ভুত একটা ভালো লাগার শিহরণ ঢেউ খেলে খেলে যাচ্ছিল। লেখাগুলো যে আমার প্রাণের কত কাছের অনুভব করে হাসছিলাম নিজের মনে। কত কত শব্দ, অনুভূতির রং, হাসি, মূহুর্ত। শব্দগুলো যেন সেই এক একটা মূহুর্তকে প্রাণ দিচ্ছিল। যেন দূর থেকে নিজেকেই দেখছি এক একটা চরিত্রে। থিয়েটারে বসে রুপালী পর্দায় নিজেকে দেখবার মতোন অনুভূতি ।


বেস্ট ফ্রেন্ড যখন বউ (পর্ব- ১-৩)

দেখতে দেখতে আমার বিয়ের দিন চলে আসলো। এমনকি বিয়েও হয়ে গেছে। আমি এখন বাসর ঘরে ঢুকে দেখি জান্নাত খাটের উপর বসে মাথার আঁচল ফেলে হাত পাখা দিয়...