Wednesday 15 February 2017

Feeling Love

লেখাটা ছোটো হয়ে গেলো, অত্যন্ত সুন্দর কথা
প্লিজ একটু বড়ো করে পড়ে নেবেন..............।

একটা সময় ভ্যালেন্টাইন্স ডে ছিল না। কিস ডে ছিল না। চকলেট ডে ছিল না। ছিল না প্রোপোজ ডেও। কিন্তু প্রেম ছিল। দুনিয়াকে ওলট পালট করা প্রেম ছিল। হুম.....খাটি প্রেম ছিল। গভীর ভালোবাসা ছিল। বিশুদ্ধ বিশ্বাস ছিল। একে অপরের প্রতি প্রচন্ড আস্থা ছিল। নির্ভরতা ছিল। প্রকাশ ছিল কম অথচ অনুভব ছিল সুগভীর।
এখন সব আছে। বাড়াবাড়ি রকমের প্রকাশ আছে। কিন্তু ভালোবাসাটা নেই। বিশ্বাসটা নেই। আস্থাটা নেই। বড্ড অভাব চলছে। আমাদের আয়োজন বেশি। অনেক বেশি। যখনই প্রয়োজনের থেকে বেশি আয়োজন হয় তখনই বুঝতে হবে আসল জিনিসটার অভাব পড়েছে। চৈত্রের খড়ায় যেমন বৃষ্টির অভাব পড়লে মানুষ বৃষ্টির জন্য বিভিন্ন আয়োজন করে তেমন বর্তমান পৃথিবীতে ভালোবাসার অভাবে মানুষ ভালোবাসা দিবস নিয়ে এত আয়োজন, মাতামাতি করে। এসব আয়োজন করতে গিয়ে মানুষ ভুলেই যায় যে ভালোবাসাটা আসে হৃদয়ের গহীন থেকে যার জন্য কোন বিশেষ কোন দিনের প্রয়োজন হয় না। সত্যিকার ভালোবাসা সব সময় থাকবে। সত্যিকার ভালোবাসার মানুষদের জন্য প্রতিদিনই ভালোবাসা দিবস।
ভালো থাকুক পৃথিবীর সকল ভালোবাসার মানুষ গুলো।
                                                  Sumon Sikari

বেস্ট ফ্রেন্ড যখন বউ (পর্ব- ১-৩)

দেখতে দেখতে আমার বিয়ের দিন চলে আসলো। এমনকি বিয়েও হয়ে গেছে। আমি এখন বাসর ঘরে ঢুকে দেখি জান্নাত খাটের উপর বসে মাথার আঁচল ফেলে হাত পাখা দিয়...